freatured banner

মগবাজারে দুই ছাত্রকে ছুরিকাঘাত, ঢামেকে ভর্তি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ২৯, ২০২৫, ০২:১২

মগবাজারে দুই ছাত্রকে ছুরিকাঘাত, ঢামেকে ভর্তি
ছুরিকাঘাত

রাজধানীর মগবাজারে আদদীন হাসপাতালের সামনে এক শিক্ষার্থীর ধারালো অস্ত্রের হামলায় একই শিক্ষা প্রতিষ্ঠানের দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। 

আহতরা হলেন—এম এম রিদওয়ান খায়ের (রাজিন) (১৫) এবং তানভীর আহমেদ (১৬)।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন সহপাঠীরা।

freatured banner

আহতদের সহপাঠী অন্তর জানান, তারা সবাই বিএম ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। একই প্রতিষ্ঠানের শিক্ষার্থী শাফিন আদিত্যসহ আরও ৩–৪ জন পূর্ব শত্রুতার জেরে রিদওয়ান ও তানভীরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। পরে সহপাঠীরাই তাদের ঢামেক হাসপাতালে নিয়ে আসে।

অন্তর আরও জানান, আহত রিদওয়ান মগবাজারের নিউ স্কাটন নুরাবাদ কলোনির আবু খায়েরের ছেলে এবং বিএম ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। অপর আহত তানভীর (তাজবীর) মগবাজারের ইস্পাহানী কলোনির মো. জসিম উদ্দিনের ছেলে এবং একই প্রতিষ্ঠানের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনাটি নিশ্চিত করে জানান, সন্ধ্যার পর মগবাজার এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় দুই শিক্ষার্থীকে ঢামেকে আনা হলে জরুরি বিভাগে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।


google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

রাজধানী

সর্বশেষ সংবাদ