freatured banner

প্রতিবন্ধী নারীকে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ২৭, ২০২৫, ০৬:৩৩

প্রতিবন্ধী নারীকে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার
গ্রেফতার

রাজশাহীর পুঠিয়ায় এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের মামলায় অভিযুক্ত আজিজুল ইসলাম মোল্লাকে (২৮) গাজীপুরের টঙ্গি পৌরসভার টিআইসি এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব-৫–এর একটি দল বুধবার রাতে টঙ্গি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।


গ্রেফতার আজিজুল মোল্লা পুঠিয়ার দমদমা গ্রামের সেরাজ মোল্লার ছেলে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

freatured banner


সূত্র জানায়, ২২ অক্টোবর পুঠিয়ার দমদমা গ্রামের ২৫ বছর বয়সি এক শারীরিক প্রতিবন্ধী নারীকে ঘরে একা পেয়ে ধর্ষণ করে আজিজুল মোল্লা। এরপর ভয়ভীতি দেখিয়ে ওই নারীকে আরও কয়েকবার ধর্ষণ করা হয়। বিষয়টি জানতে পেরে ভুক্তভোগীর মা গত ২৮ অক্টোবর পুঠিয়া থানায় একটি মামলা করেন। মামলা হওয়ার পর থেকেই আজিজুল পলাতক ছিলেন।


গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল জানতে পারে যে আজিজুল মোল্লা গাজীপুরের টঙ্গি টিআইসি এলাকায় অবস্থান করছেন। বুধবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সারাদেশ

সর্বশেষ সংবাদ