এক সপ্তাহে চারবার ভূমিকম্পে কেঁপে উঠল ঘোড়াশাল
নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৭, ২০২৫, ০৬:৪২
নরসিংদীর ঘোড়াশালে এক সপ্তাহের ব্যবধানে চার দফায় ভূমিকম্প অনুভূত হয়েছে। সবশেষ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকাল ৪টা ১৫ মিনিটে রিখটার স্কেলে ৩ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়, যা মুহূর্তেই স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয়।
এর আগে ২১ নভেম্বর শুক্রবার সকালে প্রথম দফায় ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়, যা ছিল সবচেয়ে শক্তিশালী। দ্বিতীয় দফায় শনিবার সকালে ও তৃতীয় দফায় একই দিন সন্ধ্যায় ভূকম্পন হয় যার মাত্রা ছিল ৪.৩।
চতুর্থ দফা ভূমিকম্পে ঘোড়াশাল, পলাশ ও আশপাশের এলাকায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। অনেকে বাসাবাড়ি ও অফিস থেকে দ্রুত বেরিয়ে পড়েন। যদিও এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে ভূমিকম্পের এমন ধারাবাহিকতা মানুষকে আতঙ্কিত করে তুলেছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবারের ৩ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পের উৎসস্থল নরসিংদীর ঘোড়াশাল। এর আগের তিনটি ভূমিকম্পের উৎপত্তিও নরসিংদীতে।
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন