freatured banner

‘শেখ হাসিনার সম্পদের প্রতি এত লোভ’, বললেন বিচারক

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ২৮, ২০২৫, ০৪:৫৯

‘শেখ হাসিনার সম্পদের প্রতি এত লোভ’, বললেন বিচারক
শেখ হাসিনা

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্লট দুর্নীতির তিন মামলায় বৃহস্পতিবার রায় ঘোষণার আগে বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন মন্তব্য করেছেন, “শেখ হাসিনা একজন পলিটিক্যাল লিডার, চারবারের প্রধানমন্ত্রী। তার কেন এতো সম্পদ লাগবে?” তিনি আরও বিস্মিত হয়ে বলেন, “তার সম্পদের প্রতি এত লোভ!”

আদালতের রায়ে তিন মামলাতেই শেখ হাসিনাকে সাত বছর করে মোট ২১ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে যথাক্রমে পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

দণ্ডের পাশাপাশি তিনিও অর্থদণ্ডে দণ্ডিত হয়েছেন, অনাদায়ে কারাদণ্ডের শাস্তিও রয়েছে।

freatured banner

বিচারক পর্যবেক্ষণে জানান, ২০২২ সালের জুলাইয়ে রাজউকের পূর্বাচল নতুন শহর আবাসিক প্রকল্পের কূটনৈতিক জোনের ২০৩ নম্বর রোডে শেখ হাসিনার নামে প্লট বরাদ্দ দেওয়া হয়, যা নিয়ম লঙ্ঘন করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের তৎকালীন প্রতিমন্ত্রীর মাধ্যমে বাস্তবায়িত হয়।

আদালত উল্লেখ করেন, “রাজউকের বিধি অনুযায়ী আবেদন ছাড়া কোনো বরাদ্দ দেওয়া যাবে না। তবে সে বিধি উপেক্ষা করা হয়েছে এবং নোটারি পাবলিকের শপথ ছাড়াই হলফনামা গ্রহণ করে প্লট বরাদ্দ দেওয়া হয়েছে।”

বিচারক আরও বলেন, “শেখ হাসিনা নিজস্ব স্বাক্ষরে লিজ দলিলের জন্য আবেদন করেছেন, এবং এতে তার পরিবারের বরাদ্দকৃত সম্পদ সংক্রান্ত তথ্য গোপন রাখা হয়েছে। এতে স্পষ্ট যে, তিনি শুধু নিজস্ব সুবিধার জন্য প্রক্রিয়া চালিয়েছেন।”

রায়ের পর বিচারক মন্তব্য করেন, “শেখ হাসিনার সম্পদের প্রতি লোভ এতোটাই যে, তিনি নিজের জন্য, ছেলে-মেয়ে ও আত্মীয়দের জন্যও প্লটের বরাদ্দ নিশ্চিত করেছেন। একটি সৎ ব্যক্তি হয়তো এই সুযোগ নিতেন না।”

মামলার তদন্তে মোট ২৩ জনকে আসামি করা হয়েছিল। আদালত চার মাসের মধ্যেই অভিযোগ, যুক্তিতর্ক ও প্রমাণের ভিত্তিতে রায় প্রদান করে। এ রায়ের মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশে দুর্নীতির দায়ে দণ্ডিত হওয়া দ্বিতীয় সাবেক প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাসে নাম লিখালেন।


google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

আইন-আদালত

সর্বশেষ সংবাদ