freatured banner

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’, শঙ্কা নেই বাংলাদেশে

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ২৮, ২০২৫, ০৫:০৭

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’, শঙ্কা নেই বাংলাদেশে
ঘূর্ণিঝড়

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি দ্রুত শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’-এ পরিণত হয়েছে। বর্তমানে ঝড়টি শ্রীলঙ্কা উপকূলের নিকটবর্তী এলাকাজুড়ে অবস্থান করছে এবং উত্তর–উত্তরপশ্চিমমুখী হয়ে সামনে অগ্রসর হচ্ছে। তবে এই ঘূর্ণিঝড়ের সরাসরি কোনো প্রভাব আপাতত বাংলাদেশে পড়ছে না।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী পাঁচ দিনের আবহাওয়া পূর্বাভাসে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ জানান, দক্ষিণ–পশ্চিম বঙ্গোপসাগর ও শ্রীলঙ্কার উপকূলবর্তী এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ধাপে ধাপে নিম্নচাপ, গভীর নিম্নচাপ হয়ে শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি সামনের দিকে ধীরে ধীরে উত্তর–উত্তরপশ্চিম দিকে সরে যেতে পারে। এ ছাড়া উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের প্রভাব পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় সক্রিয় রয়েছে।

freatured banner

তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টায় সারাদেশেই আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। রাত ও দিনের তাপমাত্রায় তেমন পরিবর্তন নেই বললেই চলে।

আগামী শুক্রবার, শনিবার ও রোববারের পূর্বাভাসেও একই ধরনের আবহাওয়া অব্যাহত থাকবে বলে জানায় অধিদফতর। শুক্রবার সামান্য তাপমাত্রা কমতে পারে, শনিবার দিন ও রাতে তাপমাত্রা আরও কিছুটা হ্রাস পেতে পারে। রোববার আবার তাপমাত্রা প্রায় স্থিতিশীল থাকবে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

আগামী সোমবারের পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্কই থাকবে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, রাত ও দিনের তাপমাত্রা ধীরে ধীরে কমে আসতে পারে।


google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

জাতীয়

সর্বশেষ সংবাদ