freatured banner

খালেদা জিয়ার সুস্থতা কামনায় জবিতে দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ২৮, ২০২৫, ০৪:২০

খালেদা জিয়ার সুস্থতা কামনায় জবিতে দোয়া মাহফিল
দোয়া মাহফিল

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দো‘আ মাহফিলের আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল।

বুধবার জোহরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. মোশাররাফ হোসেন, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াসউদ্দিনসহ অন্যান্যরা।

freatured banner

এ সময় জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. মোশাররাফ হোসেন বলেন, আমরা সকলে ম্যাডামের জন্য দোয়া করবো, অন্যদেরও দোয়া করতে বলবো। যাতে দ্রুত ম্যাডাম সুস্থ হয়ে উঠেন।

জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দিন বলেন, অত্যন্ত দুঃখভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে, আমাদের এই বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টা দেশনেত্রী বেগম খালেদা জিয়া শারীরিকভাবে ক্রিটিকাল অবস্থায় আছেন। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন। আমাদের আপোষহীন নেত্রীর জন্য আপনাদের সকলের কাছে দোয়ার আরজি করছি। আসলে, দোয়া করা ছাড়া আমরা আর বেশি কিছু করতে পারবো না।

রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াসউদ্দিন বলেন, এই বিশ্ববিদ্যালয়টি খালেদা জিয়া প্রতিষ্ঠা করেছেন। আজকে তিনি অসুস্থ। আমরা দোয়া করার মাধ্যমে তার অবদানের কিছুটা হলেও প্রতিদান দিতে পারি।

এ সময় উপস্থিত ছিলেন জবি শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউটিএল-এর কেন্দ্রীয় সদস্য সচিব অধ্যাপক ড. মুহাম্মদ বিলাল হোসাইন, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক, ইউটিএল জবি শাখার আহ্বায়ক অধ্যাপক ড. আবু লায়েক, সদস্য সচিব সহযোগী অধ্যাপক আসাদুজ্জামান সাদি, জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল, শাখা ছাত্রশিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম, শাখা সেক্রেটারি আব্দুল আলিম আরিফসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।


google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শিক্ষাঙ্গন

সর্বশেষ সংবাদ