freatured banner

এবার অ্যামাজন প্রাইমে দেখা যাবে শরীফুল রাজের ‘ওমর’

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ২৭, ২০২৫, ০৭:০৬

এবার অ্যামাজন প্রাইমে দেখা যাবে শরীফুল রাজের ‘ওমর’
‘ওমর’

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের নির্মাতাদের কাজ আন্তর্জাতিক প্ল্যাটফর্মে স্থান পাওয়াকে চলচ্চিত্রজগতের জন্য ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছেন ঢালিউড নির্মাতাসহ কলাকুশলীরা। তাদের মতে, ‘ওমর’ সিনেমা আমেরিকার জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে যুক্ত হওয়ায় এ যাত্রাকে আরও একধাপ এগিয়ে নিল।

ঢালিউড নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের আলোচিত সিনেমা ‘ওমর’ ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে ভিডিওতে যুক্ত হলো। থ্রিলার, টুইস্ট আর হালকা কমেডিতে ভরপুর এ সিনেমাটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে জায়গা পাওয়ায় আনন্দিত ছবিসংশ্লিষ্ট সবাই। বিদেশি দর্শকদের কথা বিবেচনায় ইংরেজি সাবটাইটেলও যুক্ত করা হয়েছে 'ওমর' সিনেমায়। আর এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সময়ের আলোচিত অভিনেতা শরীফুল রাজ। সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, সিনেমার নাম ‘ওমর’ রেখেছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। এ সিনেমাটি উৎসর্গ করা হয়েছে প্রয়াত কথাশিল্পী ও নির্মাতা হুমায়ূন আহমেদ এবং কিংবদন্তি নায়ক মান্নাকে। মাস্টার কমিউনিকেশনসের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন খোরশেদ আলম। এর চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ। চিত্রগ্রহণ করেছেন রাজু রাজ এবং শিল্পনির্দেশনায় ছিলেন সামুরাই মারুফ।

freatured banner

এ ছাড়া এ সিনেমার সংগীতে রয়েছে বৈচিত্র্য। গান গেয়েছেন দিলশাদ নাহার কনা, আরফিন রুমি, অনিমেষ রায় ও ভারতের ঈশান মিত্র। গানের কথা লিখেছেন রাসেল মাহমুদ, জনি হক, সোমেশ্বর অলি ও অমিত চ্যাটার্জি। সুর ও সংগীত পরিচালনায় ছিলেন নাভেদ পারভেজ, অমিত চ্যাটার্জি ও ভারতের স্যাভি।

এর আগে ২০২৪ সালের ঈদুল ফিতরে মুহাম্মদ মোস্তফা কামালের ষষ্ঠ সিনেমা ‘ওমর’ মুক্তি পায়। এ সিনেমার গল্পে উঠে এসেছে ভিন্নমাত্রা। শুরুতেই ঘটে বড় ধাক্কা—প্রতাপশালী বড় মির্জার ছেলে ছোট মির্জা খুন হয় আকস্মিকভাবে। ঘটনাস্থলে থাকা দুই চরিত্র ওমর ও বদি একে অপরকে হত্যার জন্য দায়ী করতে থাকেন।

তাদের ভয়—বড় মির্জা যদি ঘটনাটি জানতে পারেন, দুজনেরই বিপদ অনিবার্য। সে কারণে নিজেদের জীবন রক্ষায় তারা লাশ লুকানোর সিদ্ধান্ত নেন। এর পরই গল্প এড়িয়ে যায় একের পর এক রহস্যে, টুইস্ট আর উত্তেজনায়। শেষ পর্যন্ত ওমর ও বদির কী পরিণতি দাঁড়ায়, সেটিই টেনে রাখে দর্শককে।

শরীফুল রাজ ওমরের ভূমিকায় অভিনয় করেছেন। বদির চরিত্রে দেখা গেছে নাসির উদ্দিন খানকে। এ ছাড়া 'ওমর' সিনেমায় আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, এরফান মৃধা শিবলু, আবু হুরায়রা তানভীর, নাফিস আহমেদ, রোজী সিদ্দিকী, তানজিলা হক মাইশা ও আইমন সিমলা প্রমুখ। একটি বিশেষ দৃশ্যে দেখা গেছে ভারতের জনপ্রিয় অভিনেত্রী দর্শনা বণিককে।

google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বিনোদন

সর্বশেষ সংবাদ