freatured banner

আবু ত্বহার বিরুদ্ধে ফের বিস্ফোরক অভিযোগ স্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ২৯, ২০২৫, ০১:৩৭

আবু ত্বহার বিরুদ্ধে ফের বিস্ফোরক অভিযোগ স্ত্রীর
সাবিকুন নাহার তামান্না ও আবু ত্বহা আদনান

এয়ার হোস্টেস জারিন জাবিনের সঙ্গে আবু ত্বহা মুহাম্মদ আদনানের সম্পর্কের কথা আগেই অভিযোগ করেছিলেন তাঁদের প্রথম স্ত্রী।

এবার দ্বিতীয় স্ত্রী সাবিকুন নাহার সামাজিক মাধ্যমে ছবি, ভিডিও ও সিসি­টিভি ফুটেজ প্রকাশ করে নতুন এক বিস্ফোরক আক্রমণ চালিয়েছেন।

সোমবার রাতে এক দীর্ঘ ফেসবুক পোস্টে সাবিকুন নাহার নানা কথায় অভিযোগ তুলেছেন প্রধানতঃ আদনানের ও জারিনের মধ্যকার ঘনিষ্ঠ যোগাযোগ, একাধিক মেয়ের সঙ্গে সম্পর্ক এবং নিজের শোষণ থাকার দাবি করেছেন। তিনি সিসিটিভি ফুটেজ থেকে জারিনের ছবি পোস্ট করেছেন এবং বলেছেন,

freatured banner

সাবিকুন নাহার লিখেছেন, তার অতীত ভুল ও কলঙ্ক নিয়ে ভক্তরা তাকে অপদস্থ করতে চান, অথচ আজকের অপরাধীদের নিষ্কলুষ ঘোষণা করেন।

তিনি প্রশ্ন তোলেন, “কত মেয়ের সঙ্গে কথা বলা হয়েছে? কত বছর ধরে? কত মেয়ের সঙ্গে পিক আদান-প্রদান হয়েছে?

এক মেয়ের কথা তুলে ধরে অভিযোগ করেন, একটি মেয়ের সঙ্গে অনেক দিন হোয়াটসঅ্যাপে যোগাযোগ ছিল, навіть মেয়েকে বাসায় আনার কথা বলা হয়েছে।

অন্য একটি মেয়ের প্রসঙ্গে তিনি দাবি করেন, তার মায়ের ক্যান্সার হওয়া ও আর্থিক সহায়ক হিসেবে যোগাযোগ রাখা হলেও আদনানের উদ্দেশ্য ছিল মেয়েটিকে প্রলোভন দেখিয়ে নিয়ন্ত্রণে আনা।

তৃতীয় মেয়ের বিষয়ে তিনি বলেছেন, “মাদরাসা দেওয়া নামেই মেয়েটির বিবাহ হয়ে গিয়েছে, তবু সম্পর্ক গড়ে তোলা হয়েছে।”

কাজের মেয়ের সঙ্গেও তিনি যোগাযোগের অভিযোগ তুলেছেন, ফোনকল, মেসেজ ও ঘনিষ্ঠতা নিয়েও বিবরণ দিয়েছেন।

সাবিকুন নাহার বলেছেন, অনেক সময় এমএসজি ও পিক আদান-প্রদান দেখেছেন, যা স্বাভাবিক নয়, “লিপ্সা নয় বললেও তার ঘনিষ্ঠতা সীমাহীন।”

তিনি লিখেছেন, নিজ সংসার, সন্তান ও মানহানির কথাও তুলে ধরেছেন: পাঁচ বছরের সংসারে তাকে নবাবের মতো বিবেচনা করেছি। কিন্তু এই অবস্থা আমাকে ধ্বংস করেছে। আজ আমি দুটো বেবি নিয়ে ছিন্নমূল।”

তিনি আরও বলেছে, ফোন ধরা নিরুৎসাহিত করা হয়েছে, এমনকি তার দিকে তাকাতেই উদ্বিগ্ন হতে হয়েছে।

আমি ভয় পাচ্ছি এ ব্যবহার শুধু ব্যক্তিগত নয়, সামাজিক ও মানসিক নির্যাতন।

এই ধরনের অভিযোগ তুলে ধরতে সাবিকুন নাহার বলেছেন, আমি কেন এসব সামাজিক জায়গায় বলি? একটি শিক্ষার্থী তার নামে অভিযোগ এনেছিলেন, বিচার হয়নি। ফলে আমাকে অনলাইনেই বলতে হয়েছে।

অন্যদিকে, আদনানের পক্ষ থেকে ইতিমধ্যে কিছু বিবৃতি প্রকাশ করা হয়েছে, তিনি অভিযোগ অস্বীকার করেছেন এবং দাবি করেছেন যে কিছু ভুল বোঝাবুঝি ও ষড়যন্ত্রের অংশ রয়েছে।


google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সোশ্যাল মিডিয়া

সর্বশেষ সংবাদ